প্রশ্নঃ নাসা কি ধরনের সংস্থা?
উত্তরঃ বিমান চালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা।
প্রশ্নঃ নাসার পূর্ণনাম কি?
উত্তরঃ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
প্রশ্নঃ নাসা গঠিত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৫৮ সালে।
প্রশ্নঃ নাসার সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি।
প্রশ্নঃ নাসার নীতিবাক্য কি?
উত্তরঃ সকলের কল্যাণের জন্য।
প্রশ্নঃ প্রাথমিক মহাকাশ বন্দর কোনটি?
উত্তরঃ জন এফ. কেনেডি স্পেস সেন্টার।
প্রশ্নঃ নাসার মালিক কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র সরকার।
প্রশ্নঃ নাসার কর্মচারীর সংখ্যা কত?
উত্তরঃ ১৭,৯০০ জন।
প্রশ্নঃ নাসার বার্ষিক বাজেট কত?
উত্তরঃ $২২.৬২৯ বিলিয়ন ডলার।
প্রশ্নঃ নাসার ওয়েবসাইটের নাম কি?
উত্তরঃ NASA.gov
প্রশ্নঃ নাসার অভিযান বাজেট কত?
উত্তরঃ $৪.৭৯ বিলিয়ন।
প্রশ্নঃ নাসার গ্রহ বিজ্ঞান বাজেট কত?
উত্তরঃ $২.২৩ বিলিয়ন।
প্রশ্নঃ নাসার পৃথিবী বিজ্ঞান বাজেট কত?
উত্তরঃ $১.৯২ বিলিয়ন।
প্রশ্নঃ নাসার বিমানচালনা বিদ্যা বাজেট কত?
উত্তরঃ ০.৬৮৫ বিলিয়ন।
0 মন্তব্যসমূহ