বাঘা মসজিদ সম্পর্কে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান


প্রশ্নঃ বাঘা মসজিদ কোথায় অবস্থিত?

উত্তরঃ রাজশাহী জেলায়।


প্রশ্নঃ বাঘা মসজিদ প্রতিষ্ঠা হয় কবে?

উত্তরঃ ১৫২৩ খ্রিষ্টাব্দে।


প্রশ্নঃ বাঘা মসজিদ প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ


প্রশ্নঃ বর্তমানে বাঘা মসজিদের মালিক কে?

উত্তরঃ বাংলাদেশ সরকার


প্রশ্নঃ বাঘা মসজিদ কি ধরনের স্থাপত্য 

উত্তরঃ ইসলামিক স্থাপত্য


প্রশ্নঃ বাঘা মসজিদের ধারণক্ষমতা কত?

উত্তরঃ ৩০০ জন


প্রশ্নঃ বাঘা মসজিদের আয়তন কত?

উত্তরঃ ২৩.১৬ × ১২.৮০ বর্গ মিটার


প্রশ্নঃ বাঘা মসজিদে কয়টি গম্বুজ আছে?

উত্তরঃ ১০টি।


প্রশ্নঃ বাঘা মসজিদের উচ্চতা কত ফুট?

উত্তরঃ ৮-১০ ফুট


প্রশ্নঃ বাঘা মসজিদের ভিতরে কয়টি স্তম্ভ আছে?

উত্তরঃ ৬টি।


প্রশ্নঃ বাঘা মসজিদে কয়টি মেহরাব আছে?

উত্তরঃ ৪ টি


বাঘা মসজিদের দৈর্ঘ্য কত মিটার?

উত্তরঃ ২২.৯২ মিটার, 


প্রশ্নঃ বাঘা মসজিদের প্রস্থ কত মিটার?

উত্তরঃ ১২.১৮ মিটার


প্রশ্নঃ বাঘা মসজিদের উচ্চতা কত মিটার?

উত্তরঃ ২৪ ফুট ৬ ইঞ্চি। 


প্রশ্নঃ বাঘা মসজিদে কয়টি মিনার আছে? 

উত্তরঃ ৪ টি


প্রশ্নঃ বাঘা মসজিদের প্রবেশদ্বার কয়টি?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ বাঘা মসজিদ সংস্কার করা হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৭ সালে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url