আহসান মঞ্জিল সম্পর্কে সাধারণ জ্ঞান


প্রশ্নঃ আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?

উত্তরঃ পুরান ঢাকার, ইসলামপুরে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল পুর্বে কি ছিলো?

উত্তরঃ নবাবদের আবাসিক প্রাসাদ।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের মালিক কে?

উত্তরঃ বাংলাদেশ জাতীয় জাদুঘর 


প্রশ্নঃ আহসান মঞ্জিল বর্তমানে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। 

উত্তরঃ জাদুঘর।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের প্রতিষ্টাতা কে?

উত্তরঃ নওয়াব আবদুল গনি।


প্রশ্নঃ আহসান মঞ্জিল কার নামে নামকরণ করা?

উত্তরঃ খাজা আহসানুল্লাহ


প্রশ্নঃ আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?

উত্তরঃ ১৮৫৯ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয় কত সালে?

উত্তরঃ ১৮৭২ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী কি?

উত্তরঃ ইন্দো-সারাসেনিক পুনর্জাগরণ স্থাপত্য


প্রশ্নঃ আহসান মঞ্জিলের পরিমাপ কত?

উত্তরঃ ১২৫. ৪ মিটার এবং ২৮.৭৫ মিটার। 


প্রশ্নঃ ভূমি থেকে আহসান মঞ্জিলের গম্বুজ শীর্ষের উচ্চতা কত?

উত্তরঃ ২৭ দশমিক ১৩ মিটার।


প্রশ্নঃ আহসান মঞ্জিলে রংমহলের কক্ষ কয়টি?

উত্তরঃ ৩১ টি


প্রশ্নঃ আহসান মঞ্জিলে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে কয়টি কক্ষে?

উত্তরঃ ২৩ টি


প্রশ্নঃ আহসান মঞ্জিলে আলোকচিত্র করা হয় কত সালে?

উত্তরঃ ১৯০৪ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিলে সংগৃহীত নিদর্শন সংখ্যা কি?

উত্তরঃ মোট ৪০৭৭টি।


প্রশ্নঃ টর্নেডোর আঘাতে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় কতসালে?

উত্তরঃ ১৮৮৮ সালে।


প্রশ্নঃ ভূমিকম্পে আহসান মঞ্জিলের ক্ষয়ক্ষতি হয় কতসালে?

উত্তরঃ ১৮৮৭ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিলে নবাব সলিমুল্লাহর অতিথি হিসেবে অবস্থান করেন কতসালে?

উত্তরঃ ১৯০৪ সালে।


প্রশ্নঃ নবাব হাবিবুল্লাহ আহসান মঞ্জিলে সভা করেন কতসালে? 

উত্তরঃ ১৯২০ সালে।


প্রশ্নঃ সংস্কারাভাবে আহসান মঞ্জিল জরাজীর্ণ হয় কতসালে? 

উত্তরঃ ১৯৬০ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিলে মূল্যবান জিনিসপত্র নওয়াব পরিবারের সদস্যরা নিলাম হয় কতসালে?

উত্তরঃ ১৯৬০ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কতসালে? 

উত্তরঃ ১৯৭৪ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল জাদুঘরে রুপান্তরিত হয় কতসালে? 

উত্তরঃ ১৯৭৪ সালে।


প্রশ্নঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আহসান মঞ্জিল বাস্তবায়নের দায়িত্ব নেন কতসালে?

উত্তরঃ ১৯৮৬


প্রশ্নঃ আহসান মঞ্জিলের সংস্কারের কাজ করে কোন অধিদপ্তর? 

উত্তরঃ গণপূর্ত অধিদপ্তর । 


প্রশ্নঃ আহসান মঞ্জিলের উন্নয়ন ও সংস্কার কাজ শেষ হয় কত সালে?

উত্তরঃ ১৯৯২ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল জাদুঘর দর্শকদের জন্য খুলে দেওয়া হয় কতসাল

উত্তরঃ ১৯৯২ সালে।


প্রশ্নঃ আহসান মঞ্জিল ত্রুটি বিচ্যুতিমুক্ত কমিটি গঠন করা হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯৪ সালে। 


প্রশ্নঃ আহসান মঞ্জিল দ্বিতীয় সংস্কার সম্পূর্ন হয় কতসালে?

উত্তরঃ ১৯৯৮


প্রশ্নঃ আহসান মঞ্জিলের কক্ষ গুলোতে গ্যালারী চালু হয় কতসালে?

উত্তরঃ ২০০৮ সালে।


প্রশ্নঃ প্রশ্নঃ আহসান মঞ্জিলের গ্যালারী সংখ্যা কয়টি?

উত্তরঃ ২৩ টি।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের সংস্কারকৃত গ্যালারী উদ্বোধন করেন কে?

উত্তরঃ আবুল কালাম আজাদ।


প্রশ্নঃ আহসান মঞ্জিলের বাৎসরিক পরিদর্শন কতজন?

উত্তরঃ ৩০ লক্ষ


প্রশ্নঃ আহসান মঞ্জিলে প্রবেশ মূল্য কত?

উত্তরঃ ৪০ টাকা


প্রশ্নঃ আহসান মঞ্জিলে শিশুদের প্রবেশ টিকেট মূল্য কত?

উত্তরঃ ১০ টাকা


প্রশ্নঃ আহসান মঞ্জিলে বিদেশী পর্যটকদের প্রবেশ টিকেট মূল্য কত?

উত্তরঃ ১০০ টাকা। 


প্রশ্নঃ প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশ মূল্য কত?

উত্তরঃ ফ্রি





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url