চীন সম্পর্কিত সাধারণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ চীন কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ পূর্ব এশিয়া।
প্রশ্নঃ চীন স্বাধীনতা অর্জন করেছিলো কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে।
প্রশ্নঃ চীন কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিলো?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের স্বাধীনতা দিবস কবে?
উত্তরঃ ১ অক্টোবর।
প্রশ্নঃ চীনের সাংবিধানিক নাম কী?
উত্তরঃ গনপ্রজাতন্ত্রী চীন।
প্রশ্নঃ চীনের রাষ্টপতির নাম কী?
উত্তরঃ শি জিনপিং।
প্রশ্নঃ চীনের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ লি খছিয়াং।
প্রশ্নঃ চীনের সেনাপ্রধানের নাম কী?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের প্রধান বিচারপতির নাম কী?
উত্তরঃ ঝো শিয়াং।
প্রশ্নঃ চীনের স্বীকৃত ভাষা কোনটি?
উত্তরঃ সংখ্যালঘু ভাষা।
প্রশ্নঃ চীনের সরকারি ভাষা কোনটি?
উত্তরঃ সরল চীনা।
প্রশ্নঃ চীনে কতগুলো ভাষা প্রচলিত ?
উত্তরঃ ১৯+
প্রশ্নঃ চীনের জাতীয় স্লোগান কী?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের জাতীয় সংগীত কী?
উত্তরঃ স্বেচ্ছাসেবকদের কুচকাওয়াজ।
প্রশ্নঃ চীনের আয়তন কত কিলোমিটার?
উত্তরঃ ৯৫,৯৬,৯৬১ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ চীনের কতভাগ পানি আছে?
উত্তরঃ ২.৮%।
প্রশ্নঃ চীনের রাজধানীর নাম কী?
উত্তরঃ বেইজিং।
প্রশ্নঃ চীনের বৃহত্তম নগরী কোনটি?
উত্তরঃ সাংহাই।
প্রশ্নঃ চীনে কয়টি প্রদেশ আছে?
উত্তরঃ ২৩ টি।
প্রশ্নঃ চীনের বৃহত্তম প্রদেশ কোনটি?
উত্তরঃ ছিংহাই প্রদেশ।
প্রশ্নঃ চীনের ক্ষুদ্রতম প্রদেশ কোনটি?
উত্তরঃ হাইনান প্রদেশ।
প্রশ্নঃ চীনে কয়টি নদী আছে?
উত্তরঃ ১০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় নদী কোনটি?
উত্তরঃ হলছাং চিয়াং।
প্রশ্নঃ চীনের সবচেয়ে ছোট নদী কোনটি?
উত্তরঃ
প্রশ্নঃ চীনে কয়টি সাগর আছে?
উত্তরঃ ৫ টি।
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় সাগর কোনটি?
উত্তরঃ দক্ষিণ চীন সাগর।
প্রশ্নঃ চীনে কয়টি পাহাড় আছে?
উত্তরঃ ২০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় পাহাড় কোনটি?
উত্তরঃ থিয়েনশান পর্বতমালা।
প্রশ্নঃ চীনে কয়টি ঝর্না আছে?
উত্তরঃ ১৫+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় ঝর্না কোনটি?
উত্তরঃ
প্রশ্নঃ চীনে কয়টি দ্বীপ আছে?
উত্তরঃ ১০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তরঃ তাইওয়ান দ্বীপ।
প্রশ্নঃ চীনে কয়টি চর আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের বৃহত্তম চর কোনটি?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের জনসংখ্যা কত?
উত্তরঃ ১৪৪ কোটি।
প্রশ্নঃ চীনের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ১৪৫ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ চীনের জনসংখ্যা বৃদ্ধি হার কত?
উত্তরঃ ০.৫৩%।
প্রশ্নঃ চীনের মুসলিমদের সংখ্যা কত?
উত্তরঃ ১.৬%।
প্রশ্নঃ চীনের ধর্মহীন ধর্ম সংখ্যা কত?
উত্তরঃ ৭৪.৫%।
প্রশ্নঃ চীনের খ্রিস্টান সংখ্যা কত?
উত্তরঃ ৫.২%।
প্রশ্নঃ চীনের বৌদ্ধদের সংখ্যা কত?
উত্তরঃ ১৮.৩%।
প্রশ্নঃ চীনের জৈনদের সংখ্যা কত?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের শিখদের সংখ্যা কত?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের অন্যান্য ধর্মীয়দের সংখ্যা কত?
উত্তরঃ ০.৪%।
প্রশ্নঃ চীনের পুরুষের সংখ্যা কত?
উত্তরঃ ৪৮%।
প্রশ্নঃ চীনের নারীদের সংখ্যা কত?
উত্তরঃ ৫২%।
প্রশ্নঃ চীনের মানুষদের গড় আয়ু কত?
উত্তরঃ ৭২.৯ বছর।
প্রশ্নঃ চীনের নারীদের গড় আয়ু কত?
উত্তরঃ ৭০ বছর।
প্রশ্নঃ চীনের পুরুষদের গড় আয়ু কত?
উত্তরঃ ৬৯ বছর।
প্রশ্নঃ চীনের জাতীয় উৎসব কোনটি?
উত্তরঃ চাইনিজ চন্দ্র নববর্ষ।
প্রশ্নঃ চীনের বৃহত্তম মন্দির কোনটি?
উত্তরঃ দা জোং মন্দির।
প্রশ্নঃ চীনের রাষ্টীয় ধর্ম কি?
উত্তরঃ নেই।
প্রশ্নঃ চীনের জাতীয় মন্দির কোনটি?
উত্তরঃ নেই।
প্রশ্নঃ চীনে কয়টি মন্দির আছে?
উত্তরঃ ২০০+
প্রশ্নঃ চীনের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ চীনের জনপ্রিয় খেলা কোনটি?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ চীনে কয়টি ফুটবল স্টেডিয়াম আছে?
উত্তরঃ ৫+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম কোনটি?
উত্তরঃ গুয়াংজুর স্টেডিয়াম।
প্রশ্নঃ চীনের সাক্ষরতা হার কত?
উত্তরঃ ৯৯%।
প্রশ্নঃ চীনের পুরুষদের সাক্ষরতা হার কত?
উত্তরঃ ৯৭.৫%।
প্রশ্নঃ চীনের নারীদের সাক্ষরতা হার কত?
উত্তরঃ ৯২.৭%।
প্রশ্নঃ চীনে কয়টি বিশ্ববিদ্যালয় আছে?
উত্তরঃ ৫০+
প্রশ্নঃ চীনে কয়টি কলেজ আছে?
উত্তরঃ ৪০+
প্রশ্নঃ চীনে কয়টি স্কুল আছে?
উত্তরঃ ২০০+
প্রশ্নঃ চীনে কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনে কয়টি মেডিকেল কলেজ আছে?
উত্তরঃ ১৫+
প্রশ্নঃ চীনে কয়টি সরকারি কলেজ আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের মুদ্রার নাম কী?
উত্তরঃ রেন্মিন্বি।
প্রশ্নঃ চীনের মাথাপিছু আয় কত?
উত্তরঃ প্রায় ১২ হাজার মার্কিন ডলার।
প্রশ্নঃ চীনের মাথাপিছু ঋন কত?
উত্তরঃ ১,৩২৬ ডলার।
প্রশ্নঃ চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তরঃ পিপলস ব্যাংক অব চায়না।
প্রশ্নঃ চীনের প্রধান আয়ের উৎস কী?
উত্তরঃ শিল্পৎপাদিত পণ্য, খনিজ, লোহা, ইস্পাত, এলুমেনিয়াম এবং অন্যান্য খনিজ, মোটর গাড়ি, রাসায়নিক উপাদান ও পণ্য, টয়লেট্রিজ, খেলনা, প্লাস্টিকজাত দ্রব্য, কার্পাস, যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, ইলেক্ট্রনিক্স সামগ্রি, যাহাজ, ভারি যন্ত্রপাতি, কৃষি উপকরন ইত্যাদি।
প্রশ্নঃ চীনের সবচেয়ে ধনী ব্যাক্তির নাম কী?
উত্তরঃ জ্যাক মা।
প্রশ্নঃ চীনের গাড়ী চালনার দিক কোনটি?
উত্তরঃ ডান।
প্রশ্নঃ চীনে কয়টি রেল স্টেশন আছে?
উত্তরঃ ১০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় রেলস্টেশন কোনটি?
উত্তরঃ বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন।
প্রশ্নঃ চীনে কয়টি বিমানবন্দর আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনে কয়টি অভ্যন্তরীণ বিমানবন্দর আছে?
উত্তরঃ
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় বিমানবন্দরের নাম কী?
উত্তরঃ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর।
প্রশ্নঃ চীনে কয়টি নদীবন্দর আছে?
উত্তরঃ ১০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি?
উত্তরঃ নিংপো-চৌশান বন্দর।
প্রশ্নঃ চীনে কয়টি সেতু আছে?
উত্তরঃ ২০+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় সেতুর নাম কী?
উত্তরঃ দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ।
প্রশ্নঃ চীনে কয়টি সমুদ্রবন্দর আছে?
উত্তরঃ ২+
প্রশ্নঃ চীনের সবচেয়ে বড় সমুদ্রবন্দর কোনটি ?
উত্তরঃ সাংহাই বন্দর।
প্রশ্নঃ চীনের সময় অঞ্চল কত?
উত্তরঃ ইউটিসি+8।
প্রশ্নঃ চীনের কলিং কোড কত?
উত্তরঃ +৮৬।
প্রশ্নঃ চীনের ইন্টারনেট টিএলডি কী?
উত্তরঃ .cn