যমুনা সেতু সম্পর্কিত প্রশ্ন উত্তর

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


প্রশ্নঃ যমুনা সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাইল জেলায়।


প্রশ্নঃ যমুনা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তরঃ ১৯৯৪ সালে। 


প্রশ্নঃ যমুনা সেতু নির্মাণ কাজ শেষ হয় কবে?

উত্তরঃ ১৯৯৮ সালে। 


প্রশ্নঃ যমুনা সেতু কত সালে উদ্বোধন করা হয়েছে?

উত্তরঃ ১৯৯৮ সালে।


প্রশ্নঃ যমুনা সেতু কত তারিখে উদ্বোধন করে?

উত্তরঃ ২৩ জুন।


প্রশ্নঃ যমুনা সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি?

উত্তরঃ হুন্দাই।


প্রশ্নঃ যমুনা সেতু কে উদ্বোধন করেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রশ্নঃ যমুনা সেতু কত কিলোমিটার?

উত্তরঃ ৪.৮ কিলোমিটার।


প্রশ্নঃ যমুনা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৪.৮ কিলোমিটার


উত্তরঃ যমুনা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ ১৮.৫ মিটার।


প্রশ্নঃ ঢাকা থেকে যমুনা সেতু কত কিলোমিটার?

উত্তরঃ প্রায় ৩২ কিলোমিটার।


প্রশ্নঃ যমুনা সেতুর মোট পিলার সংখ্যা কতটি?

উত্তরঃ ৫০ টি।


প্রশ্নঃ যমুনা সেতুর মোট পাইল সংখ্যা কতটি?

উত্তরঃ ১২১ টি।


প্রশ্নঃ যমুনা সেতুতে স্প্যান কয়টি?

উত্তরঃ যমুনা সেতুতে স্প্যান ৪৯ টি।


প্রশ্নঃ যমুনা সেতু কোথায় অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাই জেলার পশ্চিম পাশে এবং সিরাজগঞ্জ জেলার পূর্ব পাশে যমুনা সেতু অবস্থিত।


প্রশ্নঃ যমুনা সেতু বিশ্বের কততম সেতু?

উত্তরঃ ১১তম।


প্রশ্নঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা  সেতুর আয়ুষ্কাল কত বছর?

উত্তরঃ স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল ১১০ বছর।


প্রশ্নঃ যমুনা সেতু কোন সরকারের আমলে?

উত্তরঃ আওয়ামী লীগ সরকারের আমলে।


প্রশ্নঃ যমুনা সেতু নির্মানে খরচ হয়েছে কত?

উত্তরঃ ৩ হজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।


প্রশ্নঃ যমুনা সেতুর স্থায়িত্ব কত বছর?

উত্তরঃ ১২০ বছর।


প্রশ্নঃ যমুনা সেতু কারা তৈরি করেছে?

উত্তরঃ হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ