সুনামগঞ্জ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা প্রতিষ্টিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৮৪ সালে। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার আয়তন কত?

উত্তরঃ ৩৭৪৭.১৮ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার উত্তরে কোন জেলা? 

উত্তরঃ জৈন্তিয়া পাহাড়।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণে কোন জেলা?

উত্তরঃ হবিগঞ্জ জেলা।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পূর্বে কোন জেলা?

উত্তরঃ সিলেট জেলা।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পশ্চিমে কোন জেলা? 

উত্তরঃ নেত্রকোণা জেলা।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার গড় তাপমাত্রা কত? 

উত্তরঃ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তরঃ ৩৩৩৪ মিলিমিটার। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায়  কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে?  

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি উপজেলা ভুমি অফিস আছে? 

উত্তরঃ ১০ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বড় উপজেলা নাম কী? 

উত্তরঃ ছাতক উপজেলা।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার ছোট উপজেলা নাম কী ?

উত্তরঃ মধ্যনগর উপজেলা। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে?

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি পৌর ভুমি অফিস আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি থানা আছে?

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ইউনিয়ন আছে?

উত্তরঃ ৮৭ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি ইউনিয়ন ভুমি অফিস আছে? 

উত্তরঃ ২৯ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি গ্রাম আছে?

উত্তরঃ ২,৮৮৭ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি আদর্শ গ্রাম আছে?

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মৌজা আছে?

উত্তরঃ ১৫৩৫ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পোষ্ট কোড কত? 

উত্তরঃ ৩০০০।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি  ডাকঘর আছে?

উত্তরঃ ১১১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার জনসংখ্যা কত?

উত্তরঃ ২৪,৬৭,৯৬৮ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বৃদ্ধি হার কত?

উত্তরঃ ২.০২%। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ ৬৫৯ জন প্রতি বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ১২,৩৬,১০৬ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ১২,৩১,৮৬২ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১৫,০২,৯৭৩ জন।

 

প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পুরুষ ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৭,৫১,২৬০ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার নারী ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৭,৫১,৭১৩ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার মুসলিমদের সংখ্যা  কত? 

উত্তরঃ ১৭,১৫,০৩৩ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার হিন্দুদের সংখ্যা কত?

উত্তরঃ ২৯,৪৭৬৫ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বৌদ্ধ সংখ্যা কত?

উত্তরঃ ২৮৪৩ জন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ আলোর দিশারী।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৪৯.৭৫%।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি কলেজ আছে?

উত্তরঃ ১৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সরকারি কলেজ আছে?

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মেডিকেল কলেজ আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৮৫৬ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৯৭ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ২০+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ১৫+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মাদরাসা আছে?

উত্তরঃ ৯৭ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি এতিমখানা আছে?

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ৪০+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার জেনারেল কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কতগুলো মেডিকেল হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি উপজেলা হাসপাতাল আছে? 

উত্তরঃ ২৩+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় ২৫০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় ৩০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স আছে?

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে?

উত্তরঃ ২৪+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি কমিউনিটি ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জোলার কয়টি কুষ্ঠ জেলার ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি উপ-স্বাস্থ্য ক্লিনিক আছে?

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা ঢাকা হতে দুরত্ব কত?

উত্তরঃ ৩৪৬ কিলোমিটার।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পাকা রাস্তা কত কিলোমিটার? 

উত্তরঃ ৮,৮৮৫ কিলোমিটার। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কাচা রাস্তা কত কিলোমিটার?

উত্তরঃ ২,৮১৩ কিলোমিটার। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি বিমানবন্দর আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি প্রাথমিক রেলস্টেশন আছে?  

উত্তরঃ ৫+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি রেল জংশন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি নদী বন্দর আছে? 

উত্তরঃ ৪+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সমুদ্র বন্দর আছে?

উত্তরঃ  নেই। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সেতু আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ফেরিঘাট আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি লঞ্চঘাট আছে?

উত্তরঃ ৩+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার জনগোষ্ঠির প্রধান পেশা কি?

উত্তরঃ  কৃষি। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার প্রধান ফসল কি কি?

উত্তরঃ মিষ্টি আলু, গিমা কলমি, লালশাক, ডাঁটাশাক, মরিচ, ঢেঁড়শ ইত্যাদি। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার মোট জমি ও আবাদি জমির পরিমাণ কত?

উত্তরঃ ৩,৭৯,২১৬ হেক্টর।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার মোট খাদ্য শস্য উৎপাদন কত টন?

উত্তরঃ ৩২ হাজার ৬৬৪ মেট্রিক টন।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি শিল্প প্রতিষ্টান আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সাগর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি নদী আছে?  

উত্তরঃ ২৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা বড় নদী কোনটি? 

উত্তরঃ সুরমা নদী।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার ছোট নদী কোনটি?

উত্তরঃ নলজুর নদী।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি খালবিল আছে? 

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি পাহাড় আছে?

উত্তরঃ ৩+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ঝর্না আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি দ্বিপ আছে?

উত্তরঃ ৬+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি চর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি বন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদ কয়টি?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ইটভাটা আছে?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সুগারমিল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি জুটমিল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ ৯০ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার কয়টি সংসদীয় আসন আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা কয়টি সংরক্ষিত আসন আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা প্রশাসকের নাম কী?

উত্তরঃ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলা কমান্ডেন্ট নাম কী?  

উত্তরঃ কামরুজ্জামান।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার জেল সুপারের নাম কী ?

উত্তরঃ নুরশেদ আহমেদ ভূইয়া।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কতজন মন্ত্রী আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের নাম কী?

উত্তরঃ মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি পুলিশ স্টেশন আছে ?

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি পুলিশ ফাঁড়ি আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ফায়ার সার্ভিস আছে?

উত্তরঃ ১০ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মসজিদ আছে?

উত্তরঃ ৩০৮৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মন্দির আছে?

উত্তরঃ ৪৩০ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি গীর্জা আছে?

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি প্যাগোডা আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি ঈদগাহ আছে?

উত্তরঃ ১২+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি মাজার আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি আশ্রম আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি কবরস্থান আছে?

উত্তরঃ ২৯+


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি স্টেডিয়াম আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি সিনেমা হল আছে?

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলায় কয়টি হাটবাজার আছে?

উত্তরঃ ২১৬ টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বিখ্যাত খাবার কি? 

উত্তরঃ দেসবন্ধুর মিষ্টি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট চুনাপাথর খনি, নীলাদ্রী লেক খ্যাত শহীদ সিরাজ লেক, শিমুল বাগান, বারিক টিলা, যাদুকাটা নদী, লাউড়ের গড়, হাসান রাজার বাড়ি ইত্যাদি।


প্রশ্নঃ সুনামগঞ্জ জেলার বিখ্যাত ব্যাক্তি কে?

উত্তরঃ হাছন রাজা, রাধারমণ দত্ত, হুমায়ূন রশীদ চৌধুরী, আবদুস সামাদ আজাদ, মাহমুদ আলী,ফজলুল হক সেলবর্ষী, শাহ আবদুল করিম, সুষমা দাস।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url