নেত্রকোণা জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

প্রশ্নঃ নেত্রকোণা জেলা প্রতিষ্টিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৮৪ সালে। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার আয়তন কত?

উত্তরঃ ২,৮১০ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার উত্তরে কোন জেলা? 

উত্তরঃ ভারতের মেঘালয় রাজ্য।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার দক্ষিণে কোন জেলা?

উত্তরঃ কিশোরগঞ্জ জেলা।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পূর্বে কোন জেলা?

উত্তরঃ সুনামগঞ্জ জেলা।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পশ্চিমে কোন জেলা? 

উত্তরঃ ময়মনসিংহ জেলা।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার গড় তাপমাত্রা কত? 

উত্তরঃ ২০.১ ডিগ্রি সেলসিয়াস।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তরঃ ১৬১০ মিলিমিটার। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায়  কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি উপজেলা আছে?  

উত্তরঃ ১০ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি উপজেলা ভুমি অফিস আছে? 

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বড় উপজেলা নাম কী? 

উত্তরঃ নেত্রকোণা সদর।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার ছোট উপজেলা নাম কী ?

উত্তরঃ বারহাট্টা উপজেলা।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি পৌরসভা আছে?

উত্তরঃ ৫ টি। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি পৌর ভুমি অফিস আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি থানা আছে?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ইউনিয়ন আছে?

উত্তরঃ ৮৬ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি ইউনিয়ন ভুমি অফিস আছে? 

উত্তরঃ ৬২ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি গ্রাম আছে?

উত্তরঃ ২,২৯৯ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি আদর্শ গ্রাম আছে?

উত্তরঃ ২৪ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মৌজা আছে?

উত্তরঃ ১৯৬৭ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পোষ্ট কোড কত? 

উত্তরঃ ৩০ ৭২।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি উপজেলা ডাকঘর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার জনসংখ্যা কত?

উত্তরঃ ২২,২৯,৪৬৪ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বৃদ্ধি হার কত?

উত্তরঃ ১.২৩%।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ ৮৩০ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ১১,১১,৩০৬ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ১১,১৮,৩৩৬ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১৬ লাখ ৬ হাজার ৪৮২ জন।

 

প্রশ্নঃ নেত্রকোণা জেলার পুরুষ ভোটার সংখ্যা কত?

উত্তরঃ  ৮ লাখ ৯ হাজার ৬০১ জন। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার নারী ভোটার সংখ্যা কত?

উত্তরঃ  ৭ লাখ ৯৬ হাজার ৮৮১ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার মুসলিমদের সংখ্যা  কত? 

উত্তরঃ ১৭৬২৫৩৪ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার হিন্দুদের সংখ্যা কত?

উত্তরঃ ২০৪৩২৯ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বৌদ্ধ সংখ্যা কত?

উত্তরঃ ১৮৯০৫ জন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ উজ্জ্বীবিত।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৬৬.১৩%


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি কলেজ আছে?

উত্তরঃ ২৮ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি সরকারি কলেজ আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মেডিকেল কলেজ আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ১০৮৩ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ২৩৬ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৫৬+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মাদরাসা আছে?

উত্তরঃ ৩১০ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি এতিমখানা আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার জেনারেল কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ৩৮+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কতগুলো মেডিকেল হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি উপজেলা হাসপাতাল আছে? 

উত্তরঃ ২৩+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় ২৫০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় ৩০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স আছে?

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে?

উত্তরঃ ৬২ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি কমিউনিটি ক্লিনিক আছে?

উত্তরঃ ২৪৪ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জোলার কয়টি কুষ্ঠ জেলার ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি উপ-স্বাস্থ্য ক্লিনিক আছে?

উত্তরঃ ৯ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলা ঢাকা হতে দুরত্ব কত?

উত্তরঃ ১৬২ কিলোমিটার। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পাকা রাস্তা কত কিলোমিটার? 

উত্তরঃ ৫৬৬ কিলোমিটার।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কাচা রাস্তা কত কিলোমিটার?

উত্তরঃ ১৬৬০ কিলোমিটার।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি বিমানবন্দর আছে ?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি প্রাথমিক রেলস্টেশন আছে?  

উত্তরঃ ৬+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি রেল জংশন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি নদী বন্দর আছে? 

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি সমুদ্র বন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি সেতু আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ফেরিঘাট আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি লঞ্চঘাট আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার জনগোষ্ঠির প্রধান পেশা কি?

উত্তরঃ কৃষি। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার প্রধান ফসল কি কি?

উত্তরঃ ধান,গম,ভুট্টা,টমেটো,লাউ,ফুলকপি ইত্যাদি। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার মোট জমি ও আবাদি জমির পরিমাণ কত?

উত্তরঃ ৪,৭৩,০০০.০০ একর।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার মোট খাদ্য শস্য উৎপাদন কত টন?

উত্তরঃ ৭৮৩৭৮ মেঃ টন। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি শিল্প প্রতিষ্টান আছে?

উত্তরঃ ২০০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি  সাগর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি নদী আছে?  

উত্তরঃ ৮৫ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলা বড় নদী কোনটি? 

উত্তরঃ মগড়া নদী।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার ছোট নদী কোনটি?

উত্তরঃ কংস নদী।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি খালবিল আছে? 

উত্তরঃ ১০০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি পাহাড় আছে?

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ঝর্না আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি দ্বিপ আছে?

উত্তরঃ ১০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি চর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি বন আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার শিল্প ও খনিজ সম্পদ কয়টি?

উত্তরঃ ৫+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ইটভাটা আছে?

উত্তরঃ ৬৫ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি সুগারমিল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি জুটমিল আছে?

উত্তরঃ ৪+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলার কয়টি সংসদীয় আসন আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলা কয়টি সংরক্ষিত আসন আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলা প্রশাসকের নাম কী?

উত্তরঃ অঞ্জনা খান মজলিশ।


প্রশ্নঃ নেত্রকোণা জেলা কমান্ডেন্ট নাম কী?   

উত্তরঃ মোঃ গোলাম মৌলাহ্ তুহিন।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার জেল সুপারের নাম কী ?

উত্তরঃ মো: আনোয়ারুজ্জামান


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কতজন মন্ত্রী আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নেত্রকোণা জেলার পুলিশ সুপারের নাম কী?

উত্তরঃ মোঃ আকবর আলী মুনসী।।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি পুলিশ স্টেশন আছে ?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি পুলিশ ফাঁড়ি আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ফায়ার সার্ভিস আছে?

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মসজিদ আছে?

উত্তরঃ ১০০০+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মন্দির আছে?

উত্তরঃ ৫৬+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি গীর্জা আছে?

উত্তরঃ ৬ +


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি প্যাগোডা আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি ঈদগাহ আছে?

উত্তরঃ ৪৩+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি মাজার আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি আশ্রম আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি কবরস্থান আছে?

উত্তরঃ ৩২+


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি স্টেডিয়াম আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি সিনেমা হল আছে?

উত্তরঃ ২০ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলায় কয়টি হাটবাজার আছে?

উত্তরঃ ১২০ টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বিখ্যাত খাবার কি? 

উত্তরঃ বালিশ মিষ্টি।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ বিজয়পুরের চিনামাটির পাহাড়, কমলা রাণীর দিঘী, কমরেড মণি সিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ, কুমুদীনি স্তম্ভ, সোমেশ্বরী নদী, ডিঙ্গাপোতা হাওর, চরহাইজদা হাওর এবং মগড়া নদী।


প্রশ্নঃ নেত্রকোণা জেলার বিখ্যাত ব্যাক্তি কে?

উত্তরঃ রওশন ইজদানী,গোলাম সামদানী কোরায়শী,আবদুল মোমিন,যাদুমনি হাজং,মুজীবুর রহমান খাঁ,কাহ্নপাদ,শাহ সুলতান রুমী,মনসুর বয়াতি,মনা সর্দার,দীন শরৎ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url