নওগাঁ জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর



নওগাঁ কিসের জন্য বিখ্যাত

নওগাঁ জেলা কেন বিখ্যাত

নওগাঁ জেলার বিখ্যাত স্থান

নওগাঁ জেলার বিখ্যাত খাবার

নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম


প্রশ্নঃ নওগাঁ জেলা প্রতিষ্টিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৮৪ সালে। 

প্রশ্নঃ নওগাঁ জেলার আয়তন কত?

উত্তরঃ ৩,৪৩৫.৬৭ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ নওগাঁ জেলার উত্তরে কোন জেলা? 

উত্তরঃ দিনাজপুর জেলা। 


প্রশ্নঃ নওগাঁ জেলার দক্ষিণে কোন জেলা?

উত্তরঃ রাজশাহী জেলা।


প্রশ্নঃ নওগাঁ জেলার পূর্বে কোন জেলা?

উত্তরঃ বগুড়া জেলা।


প্রশ্নঃ নওগাঁ জেলার পশ্চিমে কোন জেলা? 

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা।


প্রশ্নঃ নওগাঁ জেলার গড় তাপমাত্রা কত? 

উত্তরঃ ৩৪.৬০ ডিগ্রি সেলসিয়াস। 


প্রশ্নঃ নওগাঁ জেলার বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায়  কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি উপজেলা আছে?  

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি উপজেলা ভুমি অফিস আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার বড় উপজেলা নাম কী? 

উত্তরঃ নিয়ামতপুর উপজেলা।


প্রশ্নঃ নওগাঁ জেলার ছোট উপজেলা নাম কী ?

উত্তরঃ সাপাহার উপজেলা।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি পৌরসভা আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি পৌর ভুমি অফিস আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি থানা আছে?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ইউনিয়ন আছে?

উত্তরঃ ৯৯ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি ইউনিয়ন ভুমি অফিস আছে? 

উত্তরঃ ২০+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি গ্রাম আছে?

উত্তরঃ ২৮৫৪ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি আদর্শ গ্রাম আছে?

উত্তরঃ ৫+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মৌজা আছে?

উত্তরঃ ২৯৮ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলার পোষ্ট কোড কত? 

উত্তরঃ ৫০ ৬৪।


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি উপজেলা  আছে?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ নওগাঁ জেলার জনসংখ্যা কত?

উত্তরঃ ২৩,৮৫,৯০০ জন 


প্রশ্নঃ নওগাঁ জেলার বৃদ্ধি হার কত?

উত্তরঃ ১.৩২%।


প্রশ্নঃ নওগাঁ জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ ৭৬০ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ নওগাঁ জেলার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ১২,৩০,০০০ জন। 


প্রশ্নঃ নওগাঁ জেলার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ১১,৫৫,৯০০ জন।


প্রশ্নঃ নওগাঁ জেলার ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১৬,৪০,৮৭৬ জন।

 

প্রশ্নঃ নওগাঁ জেলার পুরুষ ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৮,২৩,৪৩৬ জন।


প্রশ্নঃ নওগাঁ জেলার নারী ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৮,১৭,৪৩২ জন।


প্রশ্নঃ নওগাঁ জেলার মুসলিমদের সংখ্যা  কত? 

উত্তরঃ ৮৬.৫৫%।


প্রশ্নঃ নওগাঁ জেলার হিন্দুদের সংখ্যা কত?

উত্তরঃ ১১.০৮%।


প্রশ্নঃ নওগাঁ জেলার খ্রিস্টানদের সংখ্যা কত?

উত্তরঃ ০.৭১%। 


প্রশ্নঃ নওগাঁ জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ উজ্জীবিত নওগাঁ।


প্রশ্নঃ নওগাঁ জেলার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৬২.৫২।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি কলেজ আছে?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি সরকারি কলেজ আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মেডিকেল কলেজ আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ১৩৭৪টি


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৩৭৫টি


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৭৫ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মাদরাসা আছে?

উত্তরঃ ২৭৭ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি এতিমখানা আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ৩৫+


প্রশ্নঃ নওগাঁ জেলার জেনারেল কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কতগুলো মেডিকেল হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি উপজেলা হাসপাতাল আছে? 

উত্তরঃ ২০+


প্রশ্নঃ নওগাঁ জেলায় ২৫০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় ৩০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স আছে?

উত্তরঃ ৫+


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে?

উত্তরঃ ১৫+


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি কমিউনিটি ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জোলার কয়টি কুষ্ঠ জেলার ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি উপ-স্বাস্থ্য ক্লিনিক আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলা ঢাকা হতে দুরত্ব কত?

উত্তরঃ ২৮৩ কিলোমিটার।


প্রশ্নঃ নওগাঁ জেলার পাকা রাস্তা কত কিলোমিটার? 

উত্তরঃ ৪০১.২৫ কিলোমিটার।


প্রশ্নঃ নওগাঁ জেলার কাচা রাস্তা কত কিলোমিটার?

উত্তরঃ ৯৯.৭৫ কিলোমিটার।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি বিমানবন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি প্রাথমিক রেলস্টেশন আছে?  

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি রেল জংশন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি নদী বন্দর আছে? 

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি সমুদ্র বন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি সেতু আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ফেরিঘাট আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি লঞ্চঘাট আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার জনগোষ্ঠির প্রধান পেশা কি?

উত্তরঃ কৃষি। 


প্রশ্নঃ নওগাঁ জেলার প্রধান ফসল কি কি?

উত্তরঃ বোরো, রোপা আমন, ইক্ষু, ভুট্টা, আলূ,শরিষা, গম আম, কলা ইত্যাদি। 


প্রশ্নঃ নওগাঁ জেলার মোট জমি ও আবাদি জমির পরিমাণ কত?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার মোট খাদ্য শস্য উৎপাদন কত টন?

উত্তরঃ ২ লক্ষ ৪৯ হাজার ৭৫০ মেট্রিক টন।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি শিল্প প্রতিষ্টান আছে?

উত্তরঃ ৫+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি  সাগর আছে?

উত্তরঃ  নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি নদী আছে?  

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলা বড় নদী কোনটি? 

উত্তরঃ তিস্তা নদী। 


প্রশ্নঃ নওগাঁ জেলার ছোট নদী কোনটি?

উত্তরঃ যমুনা নদী। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি খালবিল আছে? 

উত্তরঃ ২৭+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি পাহাড় আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ঝর্না আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি দ্বিপ আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি চর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি বন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলার শিল্প ও খনিজ সম্পদ কয়টি?

উত্তরঃ ২+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ইটভাটা আছে?

উত্তরঃ ২০৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি সুগারমিল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি জুটমিল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ নওগাঁ জেলার কয়টি সংসদীয় আসন আছে?

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলা কয়টি সংরক্ষিত আসন আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলা প্রশাসকের নাম কী?

উত্তরঃ জনাব খালিদ মেহেদী হাসান।


প্রশ্নঃ নওগাঁ জেলা কমান্ডেন্ট নাম কী?  

উত্তরঃ মোঃ জহুরুল ইসলাম।


প্রশ্নঃ নওগাঁ জেলার জেল সুপারের নাম কী ?

উত্তরঃ ফারুক আহমেদ।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কতজন মন্ত্রী আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম কী?

উত্তরঃ মুহাম্মদ রাশিদুল হক।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি পুলিশ স্টেশন আছে ?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি পুলিশ ফাঁড়ি আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ফায়ার সার্ভিস আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মসজিদ আছে?

উত্তরঃ ৪,৫৭০ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মন্দির আছে?

উত্তরঃ ৫৪২ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি গীর্জা আছে?

উত্তরঃ ৫৩ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি প্যাগোডা আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি ঈদগাহ আছে?

উত্তরঃ ১৬+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি মাজার আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি আশ্রম আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি কবরস্থান আছে?

উত্তরঃ ৩৪+


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি স্টেডিয়াম আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি সিনেমা হল আছে?

উত্তরঃ ২১ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলায় কয়টি হাটবাজার আছে?

উত্তরঃ ১০ টি।


প্রশ্নঃ নওগাঁ জেলার বিখ্যাত খাবার কি? 

উত্তরঃ প্যারা সন্দেশ।


প্রশ্নঃ নওগাঁ জেলার বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ পাহাড়পুর বৌদ্ধ বিহার, পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি, দিব্যক জয়সত্মম্ভ, মাহি সমেত্মাষ, বলিহার রাজবাড়ি, আলতাদীঘি, জগদলবাড়ি, হলুদবিহার, দুবলহাটি জমিদারবাড়ি।


প্রশ্নঃ নওগাঁ জেলার বিখ্যাত ব্যাক্তি কে?

উত্তরঃ তালিম হোসেন,নিজাম উদ্দিন জলিল,মোজাফফর রহমান চৌধুরী,শহীদুজ্জামান সরকার,শিশির নাগ,আব্দুল জলিল,সাধন চন্দ্র মজুমদার,মতিন রহমান,চিকন আলী,জেমস,মোহসীন-উল হাকিম।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url