চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিষ্টিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৮৪ সালে।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়তন কত?

উত্তরঃ ১৭০২.৫৬ বর্গ কিলোমিটার।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তরে কোন জেলা? 

উত্তরঃ ভারতের মালদহ জেলা।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার দক্ষিণে কোন জেলা?

উত্তরঃ ভারতের মুর্শিদাবাদ জেলা।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পূর্বে কোন জেলা?

উত্তরঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিমে কোন জেলা? 

উত্তরঃ ভারতের মালদহ জেলা। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গড় তাপমাত্রা কত? 

উত্তরঃ ৪৪ ডিগ্রি সেলসিয়াস।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তরঃ ১৮৬ সেন্টিমিটার।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায়  কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি উপজেলা আছে? 

উত্তরঃ ৫ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি উপজেলা ভুমি অফিস আছে? 

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বড় উপজেলা নাম কী? 

উত্তরঃ শিবগঞ্জ উপজেলা।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট উপজেলা নাম কী ?

উত্তরঃ ভোলাহাট উপজেলা।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে?

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি পৌর ভুমি অফিস আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি থানা আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ইউনিয়ন আছে?

উত্তরঃ ৪৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি ইউনিয়ন ভুমি অফিস আছে? 

উত্তরঃ ৪৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি গ্রাম আছে?

উত্তরঃ ১,২৯৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি আদর্শ গ্রাম আছে?

উত্তরঃ ১৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মৌজা আছে?

উত্তরঃ ৭৮৭ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পোষ্ট কোড কত? 

উত্তরঃ ৬৩০০।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি ডাকঘর আছে?

উত্তরঃ ৮৩ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জনসংখ্যা কত?

উত্তরঃ ১৬,৪৭,৫২১ জন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃদ্ধি হার কত?

উত্তরঃ ১.৪৬%।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ ৯৭০বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ৮,২১,৭৬০ জন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ৮,২৫,৭৩২ জন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১০,৬৯,১৩৬ জন।

 

প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৫,৩৩,১০১ জন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ৫,৩৬,০৩৫ জন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলিমদের সংখ্যা  কত? 

উত্তরঃ ৯৫.৩৬%।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার হিন্দুদের সংখ্যা কত?

উত্তরঃ ৪.০৪%।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার খ্রিস্টােনদের সংখ্যা কত?

উত্তরঃ ০.৩৫ %।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ আলোকন চাঁপাইন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৬৭%। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি কলেজ আছে?

উত্তরঃ ৫২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি সরকারি কলেজ আছে?

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মেডিকেল কলেজ আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৩৭০ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ২২৫ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৪টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ১২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মাদরাসা আছে?

উত্তরঃ ১৩২ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি এতিমখানা আছে?

উত্তরঃ ১৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ২৩+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেনারেল কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কতগুলো মেডিকেল হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি উপজেলা হাসপাতাল আছে? 

উত্তরঃ ২১+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৫০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি উপজেলা সাস্থ্য কমপ্লেক্স আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে?

উত্তরঃ ৪৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি কমিউনিটি ক্লিনিক আছে?

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জোলার কয়টি কুষ্ঠ জেলার ক্লিনিক আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি উপ-স্বাস্থ্য ক্লিনিক আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ঢাকা হতে দুরত্ব কত?

উত্তরঃ ৩১৬ কিলোমিটার। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পাকা রাস্তা কত কিলোমিটার? 

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কাচা রাস্তা কত কিলোমিটার?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি বিমানবন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি প্রাথমিক রেলস্টেশন আছে?  

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি রেল জংশন আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি নদী বন্দর আছে? 

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি সমুদ্র বন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি সেতু আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ফেরিঘাট আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি লঞ্চঘাট আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগোষ্ঠির প্রধান পেশা কি?

উত্তরঃ কৃষি। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ফসল কি কি?

উত্তরঃ ধান, আম,পাট, ইক্ষু, গম, পান, তেলবীজ। টমেটো


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট জমি ও আবাদি জমির পরিমাণ কত?

উত্তরঃ ১,৭০,৩৬২৬.৩ হেক্টর।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট খাদ্য শস্য উৎপাদন কত টন?

উত্তরঃ ৮৫১ মেট্রিক টন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি শিল্প প্রতিষ্টান আছে?

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি  সাগর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি নদী আছে?  

উত্তরঃ ৪ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা বড় নদী কোনটি? 

উত্তরঃ পদ্মা নদী। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট নদী কোনটি?

উত্তরঃ মহানন্দা নদী। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি খালবিল আছে? 

উত্তরঃ ৪১ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি পাহাড় আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ঝর্না আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি দ্বিপ আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি চর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি বন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদ কয়টি?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ইটভাটা আছে?

উত্তরঃ ৩০+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি সুগারমিল আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি জুটমিল আছে?

উত্তরঃ ৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ ২৩ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়টি সংসদীয় আসন আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা কয়টি সংরক্ষিত আসন আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নাম কী?

উত্তরঃ এ কে এম গালিভ খাঁন।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডেন্ট নাম কী?  

উত্তরঃ রুবায়েত বিন সালাম।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেল সুপারের নাম কী ?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কতজন মন্ত্রী আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের নাম কী?

উত্তরঃ জনাব এ এইচ এম আবদুর রকিব।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি পুলিশ স্টেশন আছে ?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি পুলিশ ফাঁড়ি আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ফায়ার সার্ভিস আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মসজিদ আছে?

উত্তরঃ ১৯৮৭ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মন্দির আছে?

উত্তরঃ ৪৭৪ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি গীর্জা আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি প্যাগোডা আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি ঈদগাহ আছে?

উত্তরঃ ৩২+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি মাজার আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি আশ্রম আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি কবরস্থান আছে?

উত্তরঃ ৪২+


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি স্টেডিয়াম আছে?

উত্তরঃ ১ টি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি সিনেমা হল আছে?

উত্তরঃ ৩ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়টি হাটবাজার আছে?

উত্তরঃ ৯৪ টি


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত খাবার কি? 

উত্তরঃ কালাই রুটি।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ, ষাঁড়বুরুজ, ছোট সোনা মসজিদ, দারাসবাড়ি মসজিদ, দারাস বাড়ি মাদ্রাসা ও চল্লিশঘর, খঞ্জনদীঘির মসজিদ, চামচিকা মসজিদ, তাহখানা কমপ্লেক্স, তিন গম্বুজ মসজিদ।


প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ব্যাক্তি কে?

উত্তরঃ গোলাম আরিফ টিপু,ইলা মিত্র,মমতাজউদদীন আহমদ,রাজিত রহমান,মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url