ময়মনসিংহ জেলা সম্পর্কে তথ্য ও সাধারন জ্ঞান

প্রশ্নঃ ময়মনসিংহ জেলা প্রতিষ্টিত হয়েছিল কত সালে? 

উত্তরঃ ১৭৮৭ খ্রিস্টাদ্বে।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার আয়তন কত?

উত্তরঃ ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটারের।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার উত্তরে কোন জেলা? 

উত্তরঃ ভারতের মেঘলায় রাজ্য। 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার দক্ষিণে কোন জেলা?

উত্তরঃ গাজীপুর জেলা। 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পূর্বে কোন জেলা?

উত্তরঃ নেত্রকোনা জেলা।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পশ্চিমে কোন জেলা? 

উত্তরঃ শেরপুর জেলা। 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার গড় তাপমাত্রা কত?

উত্তরঃ ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তরঃ  ২,৬১৪ মি.মি.।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলায় কয়টি সিটি কর্পোরেশন আছে?

উত্তরঃ ১ টি।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি উপজেলা আছে? 

উত্তরঃ ১৩ টি।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার উপজেলা কয়টি ভুমি অফিস আছে? 

উত্তরঃ ১৩ টি।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বড় উপজেলা নাম কী?

উত্তরঃ ময়মনসিংহ সদর।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ছোট উপজেলা নাম কী?

উত্তরঃ ধোবাউড়া জেলা। 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি পৌরসভা আছে?

উত্তরঃ ৫ টি।

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পৌর ভুমি অফিস কয়টি?

উত্তরঃ 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার থানা কয়টি?

উত্তরঃ ১৪ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ইউনিয়ন আছে?

উত্তরঃ ১৪৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ইউনিয়ন ভুমি অফিস কয়টি ?

উত্তরঃ ১৪৪ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি গ্রাম আছে?

উত্তরঃ ২৭০৯ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি আদর্শ গ্রাম আছে?

উত্তরঃ ১৫৮ টি


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি মৌজা আছে?

উত্তরঃ ২২০১ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি পোষ্ট কোড আছে?

উত্তরঃ ২২০০।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি উপজেলা ডাকঘর আছে? 

উত্তরঃ ২৯৮ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার জনসংখ্যা কত?

উত্তরঃ ৫৮,৯৯,০৬২জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বৃদ্ধি হার কত?

উত্তরঃ ১.২৭%।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ প্রতি কিলোমিটারের ১,৩৪২ জন। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ২৮,৯৭,৮৮০ জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ২৯,৯৭,৯৩১ জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ২৯১৬৭১১ জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পুরুষ ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১৪৪২৬৯৮ জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার নারী ভোটার সংখ্যা কত?

উত্তরঃ ১৪৭৪০১৩ জন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার মুসলিমদের সংখ্যা  কত?

উত্তরঃ ৯৬.০১%।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার হিন্দুদের সংখ্যা কত?

উত্তরঃ ৩.৪২%।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার খ্রিষ্টানদের সংখ্যা কত?

উত্তরঃ ০.৫%।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ জাগ্রত ময়মনসিংহ।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৭০.৭৪%।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বিশ্ববিদ্যালয় কয়টা?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো কলেজ আছে?

উত্তরঃ ৩৪ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো সরকারি কলেজ আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নৌ ময়মনসিংহ জেলার কতগুলো মেডিকেল কলেজ আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ২৬৮৯ টি 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৪০৪ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ৫৬ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে? 

উত্তরঃ ১০৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো মাদরাসা আছে?

উত্তরঃ ৮৬৫টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো এতিমখানা আছে?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো হাসপাতাল আছে?

উত্তরঃ  টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার জেনারেল কতগুলো হাসপাতাল আছে?

উত্তরঃ ১ টি

 

প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতগুলো মেডিকেল হাসপাতাল আছে?

উত্তরঃ ২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার  উপজেলা কতগুলো হাসপাতাল আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ৩০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ৫০ শয্যা কয়টি হাসপাতাল আছে?

উত্তরঃ ৬ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার  উপজেলা সাস্থ্য কমপ্লেক্স কয়টি?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র কয়টি?

উত্তরঃ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কমিউনিটি ক্লিনিক কয়টি?

উত্তরঃ ৪১২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জোলার কুষ্ঠ জেলার ক্লিনিক কয়টি?

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি উপ-স্বাস্থ্য ক্লিনিক আছে?

উত্তরঃ ৪৩ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ঢাকা হতে দুরত্ব কত?

উত্তরঃ ১৫৯ কি. মি.।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পাকা রাস্তা কত কিলোমিটার ?

উত্তরঃ ৯৬৪ কিলোমিটার। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কাচা রাস্তা কত কিলোমিটার?

উত্তরঃ ৭৮৫৮ কিলোমিটার 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি বিমানবন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি প্রাথমিক রেলস্টেশন আছে?  

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি রেল জংশন আছে?

উত্তরঃ


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি নদী বন্দর আছে?

উত্তরঃ ২২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি সমুদ্র বন্দর আছে?

উত্তরঃ নেই। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি সেতু আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ফেরিঘাট আছে?

উত্তরঃ ৩০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি লঞ্চঘাট আছে?

উত্তরঃ ১৪+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার জনগোষ্ঠির প্রধান পেশা কি?

উত্তরঃ কৃষি ও ব্যবসা।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার প্রধান ফসল কোনটি? 

উত্তরঃ ধান।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার মোট জমি ও আবাদি জমির পরিমাণ কত?

উত্তরঃ ৪০,১৭২ হেক্টর। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার মোট খাদ্য শস্য উৎপাদন কত টন?

উত্তরঃ ৮,২৬,৭২৫ মেট্রিক টন।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি শিল্প প্রতিষ্টান আছে?

উত্তরঃ ১৪১ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার সাগর কয়টি? 

উত্তরঃ


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার নদী কয়টি?  

উত্তরঃ ২২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বড় নদী কোনটি? 

উত্তরঃ ব্রহ্মপুত্র । 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ছোট নদী কোনটি?

উত্তরঃ শাওলায় নদী । 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি খালবিল আছে? 

উত্তরঃ ১১৪০ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি পাহাড় আছে?

উত্তরঃ ২০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ঝর্না আছে?

উত্তরঃ ১০+


প্রশ্নঃ  ময়মনসিংহ জেলার কযটি দ্বিপ আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি চর আছে?

উত্তরঃ ৩০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি বন আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার শিল্প ও খনিজ সম্পদ কয়টি?

উত্তরঃ ৩০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ইটভাটা আছে?

উত্তরঃ ৫০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি সুগারমিল আছে?

উত্তরঃ


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি জুটমিল আছে?

উত্তরঃ


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ ৮০ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার সংসদীয় আসন সংখ্যা কয়টি?

উত্তরঃ ১১ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার সংরক্ষিত আসন কয়টা? 

উত্তরঃ 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার প্রশাসকের নাম কী?

উত্তরঃ মোহাম্মদ এনামুল হককে।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কমান্ডেন্ট নাম কী? 

উত্তরঃ মোঃ রফিকুল ইসলাম।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার  জেল সুপারের নাম কী?

উত্তরঃ মোঃ আঃ আলীম।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কতজন মন্ত্রী আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নাম কী?

উত্তরঃ মো: সিরাজ।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি পুলিশ স্টেশন আছে?

উত্তরঃ ৩৬ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি পুলিশ ফাঁড়ি আছে?

উত্তরঃ । 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ফায়ার সার্ভিস আছে?

উত্তরঃ ৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি মসজিদ আছে?

উত্তরঃ ১৯,৪৯০টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি মন্দির আছে?

উত্তরঃ ৪১৫ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি গীর্জা আছে?

উত্তরঃ ৭৯ টি। 


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি প্যাগোডা আছে?

উত্তরঃ


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি ঈদগাহ আছে?

উত্তরঃ  ২০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি মাজার আছে?

উত্তরঃ ৩০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি আশ্রম আছে?

উত্তরঃ ১০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি কবরস্থান আছে?

উত্তরঃ ১০০+


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি স্টেডিয়াম আছে?

উত্তরঃ ৩ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি সিনেমা হল আছে?

উত্তরঃ ৩২ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার কয়টি হাটবাজার আছে?

উত্তরঃ ৫৭১ টি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বিখ্যাত খাবার কি?

উত্তরঃ গরুর মাংসের শুটকি।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, মুক্তাগাছা জমিদার বাড়ি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদী, ময়মনসিংহ জাদুঘর।


প্রশ্নঃ ময়মনসিংহ জেলার বিখ্যাত ব্যাক্তি কে?

উত্তরঃ আনন্দকিশোর মজুমদার,সুরেন্দ্রমোহন ঘোষ,জ্যোতির্ময় গুহঠাকুরতা,আবুল মনসুর আহমেদ,আবুল কালাম শামসুদ্দীন ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url