অ্যান্টার্টিকা মহাদেশ সম্পর্কিত প্রশ্ন উত্তর


আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের আয়তন কত?

উত্তরঃ১,৪২,০০,০০০ কিমি।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের জনসংখ্যা কত?

উত্তরঃ১,০০০ থেকে ৫,০০০।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের জনঘনত্ব কত?

উত্তরঃ০.০১ প্রতি বর্গ কিলোমিটারে।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা পৃথিবী কত তম মহাদেশ? 

উত্তরঃ পঞ্চম বৃহত্তম মহাদেশ।


 

প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের কতগুলো দেশ আছে? 

উত্তরঃ ০।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশে বেশিরভাগ অংশে কী দ্বারা    আবৃত? 

উত্তরঃ বরফ।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের কোন মেরুতে অবস্থিত? 

উত্তরঃ দক্ষিণ মেরুতে।


প্রশ্নঃ দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্টিকা মহাদেশে সম্পর্কে প্রথম কত সালে জানা যায়?

উত্তরঃ ১৮২০ সালে। 


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশে অবস্থিত পৃথিবী দক্ষিণ মেবুতে প্রথম কারা প্রবেশ করে? 

উত্তরঃ নবওয়ের অভিযাত্রী রেয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা। 


প্রশ্নঃ রেয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা কত সালে পৃথিবী দক্ষিণ মেরুতে প্রবেশ করে? 

উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯১১ সালে।


প্রশ্নঃ কত সালে ভারতের অভিযাত্রী দল অ্যান্টার্টিকা গিয়ে পৌঁছায়? 

উত্তরঃ ১৯৮২ সালে ৯ জানুয়ারী। 


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের সবচেয়ে বড় শৃঙ্গের নাম কী?

উত্তরঃ ভিনসন ম্যাশিফ।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের দীর্ঘতম হিমবাহের নাম কী?

উত্তরঃ ল্যাম্বার্ট হিমবাহ।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের ইন্টারনেটর টিএলডি কত?

উত্তর  .একিউ।


প্রশ্নঃ অ্যান্টার্টিকা মহাদেশের পৃথিবীর সর্বনিম্ন  তাপমাত্রা কত?

উত্তরঃ ৮৯.২ °সে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ